
“Nothing of this world is permanent, everything is given by the Lord and taken by the Lord. There is nothing that we can call our own. Even this material body is His and taken away by Him at His pleasure.”
“এ পৃথিবীর কোন দ্রব্যই আপনার আমার চিরদিনের জন্য নয়, আজ যিনি দিয়াছেন কাল তিনি কাড়িয়া লইবেন। যিনি দেন তিনিই নেন, আমরা দু’চারদিনের জন্য পালন করি ব’লে নিজের মনে করি ও তাই হারাইলে কাতর হই। একটু বুঝিলে, আর মিথ্যা ভ্রমে পড়িতেও হয় না আর হারাইয়া কাঁদিতেও হয় না। এ জগতের সকল দ্রব্যই তিনিই দেন আবার তিনিই নেন, এখানে আমার বলিতে আমার কিছুই নাই; এ শরীরটিও তিনি দিয়াছেন ইচ্ছা হইলেই লইয়া যান।”
-Thakur Haranath-
(Pagal Haranath Letters : Part 2; Letter No. 6)