
“A person remaining in water is not affected by the scorching rays of the sun. Similarly Maya cannot do anything to those who remain immersed in Krishna’s name and love.”
“যে সুশীতল সলিলে সদাই মগ্ন আছে, প্রখর সূর্য্যকিরণ কখনও কি তাহাকে স্পর্শ করিয়া কষ্ট দিতে পারে? পৃথিবীর সমস্ত জীব হা হা করিলেও দারুণ উত্তাপ জলমগ্ন ব্যক্তির কিছুই করিতে পারে না। তেমনি মায়া লক্ষ চেষ্টা করিলেও যাহারা কৃষ্ণনাম ও কৃষ্ণপ্রেমে ডুবে থাকে তাদের কিছুই করিতে পারে না।”
-Thakur Haranath-
(Pagal Haranath Letters : Part 1; Letter No. 3)